২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সমাজসেবা অধিদফতরে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

-

সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ সাইদুল আরীফ বলেছেন, জীবনে উন্নতি করতে হলে জীবনের সর্বক্ষেত্রে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে কাজ করতে হবে। নিষ্ঠা ও আন্তরিকতা মানুষের জীবনে সফলতা বয়ে আনে। তিনি গত মঙ্গলবার সমাজসেবা অধিদফতর ইউসিডি-১ আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সমাজসেবা অফিসার যোবায়ের আলম। প্রকল্প সমন্বয় পরিষদ-১, এর কোষাধ্যক্ষ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য বেলায়েত হোসেন, প্রশিক্ষক দেব প্রসাদ চক্রবর্তী ও কাউসার জান্নাত মুক্তা প্রমুখ। অনুষ্ঠানে ১৪০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

 


আরো সংবাদ



premium cement