১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পুনর্মিলনী

-

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির পুনর্মিলনী-২০১৯ দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গত ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই শহীদ মিনার চত্বর থেকে শুরু হয় পুনর্মিলনী র্যালি। র্যালি শেষে বেলুন উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এরপর কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠান ও পুনর্মিলনী স্মারকের মোড়ক উন্মোচন করা হয়। প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভাপতি মুহাম্মদ শামসুল আলম ও সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি চ্যান্সেলর প্রফেসর ড. শিরীন আখতার, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো: সেকান্দর চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি ড. এ এস এম বোরহান উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সমিতির সিনিয়র সহসভাপতি মুহাম্মদ শওকত আলী নূর। অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি এস এম হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন, সমিতির পৃষ্ঠপোষক এস এম মাহবুবুর রহমান, মাহবুবুল আলম, জামাল মোস্তফা চৌধুরী, সমিতির সহসভাপতি ইয়াসমিন বেগম ও আলমগীর পারভেজ, পুনর্মিলনী প্রস্তুতি কমিটির সদস্যসচিব মিজানুর রহমান সেলিম এবং বিভাগের সহকারী অধ্যাপক মো: মোরশেদুল আলম ও মো: আহসানুল কবীর পলাশ প্রমুখ। পরে চবি ভিসি ও প্রোভিসিসহ অতিথিরা পুনর্মিলনী স্মারকের মোড়ক উন্মোচন করেন।


আরো সংবাদ



premium cement