২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ডেইরি শিল্প বিকাশে কাজ করবে সিভাসুর স্টিয়ারিং কমিটি

-

ডেইরি শিল্পের বিকাশ ও উন্নতিসাধনে কার্যকরী ভূমিকা রাখতে উচ্চপর্যায়ের একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ। ভিসি প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে গত রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় চিটাগাং ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, সিভাসুর জ্যেষ্ঠ শিক্ষক ও খামারিদের সমন্বয়ে ১৬ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি হলেন চিটাগাং ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: ম. রমিজউদ্দিন চৌধুরী। সদস্য সচিব হলেন সিভাসুর ভেটেরিনারি ক্লিনিকসের পরিচালক প্রফেসর ড. ভজন চন্দ্র দাস।
চিটাগাং ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের আওতায় স্থাপিত খামারগুলোর তালিকা তৈরিকরণ, খামারিদের সমস্যা চিহ্নিত করে যথাযথ পরামর্শ প্রদান, গবাদি পশুর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ; সেমিনার-প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে আধুনিক খামার ব্যবস্থাপনা, নিত্যনতুন জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর এবং সর্বোপরি ডেইরি শিল্প বিকাশে কাজ করবে এ স্টিয়ারিং কমিটি।

 


আরো সংবাদ



premium cement