২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ওরস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি

-

হজরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ১১৩তম ওরস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট (এসজেডএইচএম)। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাস্টের সচিব এ এন এম এ মোমিন এই কর্মসূচি ঘোষণা করেন। এতে ট্রাস্টের মিডিয়া অ্যাডভাইজার কবি-সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল, ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা তানভীর হোসাইন ও মোহাম্মদ নুরুল মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ট্রাস্ট সচিব বলেন, উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ও বাংলাদেশে প্রবর্তিত তরিকা, তরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হজরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী। এবারের ওরসের থিম নির্ধারণ করা হয়েছে- ‘অসাম্প্রদায়িক ধর্মনীতি প্রতিষ্ঠার মাধ্যমে জন কল্যাণ’।
সংবাদ সম্মেলনে বলা হয়, সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর শিক্ষার অন্যতম দিক হলো বিশ্বের সব মানুষ সে যে ধর্মের লোকই হোক না কেন, সে আদম সন্তান, তাই সে আমার ভাই। এভাবে তিনি সমাজে অসাম্প্রদায়িকতা ও বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন। হজরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ছিলেন তেমনই একজন ব্যক্তিত্ব, যার শিক্ষা হলো- সমাজে শিক্ষার প্রসার, নৈতিক চরিত্র গঠন, দারিদ্র্যবিমোচন, সমাজ থেকে দুর্নীতি উচ্ছেদ ইত্যাদি। তাই তার নামে ২০১১ সালে এসজেডএইচএম ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- জাকাত বিতরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার : ধর্মীয় মূল্যবোধ এবং বর্তমান সমাজ শীর্ষক মহিলা মাহফিল, আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন, এসজেডএইচএম বৃত্তি তহবিলের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান, যুগপূর্তি উৎসব : ১২তম শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী, উলামা সমাবেশ, মসজিদে মসজিদে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল, ট্রাস্ট নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের র্যালি, ফটিকছড়ির এতিমখানাগুলোতে খাবার বিতরণ, ক্রোড়পত্র প্রকাশ, ইসলামের ঐতিহ্য সংবলিত দুর্লভ চিত্র ও ভিডিও প্রদর্শনী এবং পরিষ্কার পরিচ্ছনতা কর্মসূচি।


আরো সংবাদ



premium cement