২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রাম পুলিশের প্রবাসী সহায়তা ডেস্ক চালু

-

প্রবাসে কর্মরত চট্টগ্রাম জেলার নাগরিকদের সহায়তা দিতে চট্টগ্রাম জেলা পুলিশ ‘প্রবাসী সহায়তা ডেস্ক’ নামের একটি হেল্প ডেস্ক চালু করেছে। গত ৫ জানুয়ারি জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে পুলিশ সুপার নুরে আলম মিনা প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, চট্টগ্রাম সমিতি ওমান শাখার সভাপতি ইয়াছিন চৌধুরী (সিআইপি), জাপান প্রবাসী গাজী হাফিজ (সিআইপি), কাতার প্রবাসী লেখক-সাংবাদিক সমিতির সভাপতি নূর মোহাম্মদ। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ওমান প্রবাসী নিউরো-সার্জন ডা: নাজিম উদ্দিন, দুবাই প্রবাসী নূর আলম সিকদার, ওমান প্রবাসী মোসাদ্দেক চৌধুরী (সিআইপি), আবুধাবী প্রবাসী আলাউদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ ওমান শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আবুধাবী প্রবাসী নাসির তালুকদার, আরব আমিরাত প্রবাসী সেলিম উদ্দিন (সিআইপি), কাতার বঙ্গবন্ধু পরিষদ সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, দলমত নির্বিশেষে প্রবাসীদের কল্যাণে এ হেল্প ডেস্ক চালু করা হয়েছে। চট্টগ্রাম জেলার ১৬টি থানা এলাকায় পর্যায়ক্রমে এ হেল্প ডেস্কের শাখা চালু করা হবে এবং প্রবাসীদের সমস্যা সমাধান ও নিরাপত্তা বিধানে চট্টগ্রাম জেলা পুলিশ সার্বিক আইনি সহায়তা প্রদান করবে।

 

 


আরো সংবাদ



premium cement