২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদল দৃঢ় প্রতিজ্ঞ

-

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল-পূর্ব আলোচনা সভায় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর স্বাধীনতাযুদ্ধ সর্বশেষ ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্রসমাজ। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুগে যুগে ছাত্ররা রক্ত দিয়ে আসছেন। তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ়প্রতিজ্ঞ। নেতৃবৃন্দ বলেন, বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতার মোহে ছাত্রদলের ওপর নির্যাতনের ইতিহাস রচনা করেছে। সারা দেশের কারাগারগুলোতে ছাত্রদলের নেতাদের কান্নার আওয়াজ শোনা যায়। যতই নির্যাতন জুলুম আসুক ছাত্রদল তাদের সংগ্রাম থেকে পিছপা হবে না।
গত মঙ্গলবার বাদ জোহর হজরত মিসকিন শাহ মাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়া, নগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেনসহ কারাবন্দী নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রদল নেতা কামরুল হাসান তালুকদার, জাফরুল হাসান রানা, বশিরুল ইসলাম, জসিম উদ্দিন হিমেল, জি এম সালাউদ্দিন কাদের আসাদ, মোহাম্মদ এসকান্দর, কাজী সালাউদ্দিন, তারেকুল ইসলাম, মোসাদ্দেক হাসান, বোরহান উদ্দিন, মাইনুর রহমান হৃদয়, আরিফুল ইসলাম রিয়াদ, রাফসান আহমেদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement