২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শিল্পী শেফালী ঘোষের মৃত্যুবার্ষিকী পালন

-

চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজ্ঞীখ্যাত শিল্পী এবং মরণোত্তর রাষ্ট্রীয় একুশ পদক অর্জনকারী শেফালী ঘোষের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী কানুনগোপাড়ার শেফালী ঘোষের সমাধির সম্মুখে ভাস্কর্যের সামনে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাচর্চা ও সংরক্ষণ কমিটির উদ্যোগে গত সোমবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ভাষাচর্চা ও সংরক্ষণ কমিটির চেয়ারম্যান ইতিহাসবিদ সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা ভাষাচর্চা ও সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এ কে এম আবু ইউসুফ। আলোচনা সভার উদ্বোধন করেন ডা: মোহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক দিদারুল আলম, ব্যাংকার দুলাল কান্তি বড়–য়া, অধ্যাপক জিতেন্দ্রলাল বড়–য়া, কবি ও ছড়াকার সাফাত বিন সানাউল্লাহ, অনুতোষ দত্ত বাবু, অমর কান্তি দত্ত, মো: আইয়ুব আলী, অপু বড়–য়া, শান্তনু চৌধুরী, শিল্পী সুখী পাল, নয়ন বড়–য়া, পলি ঘোষ, বিশাখা ঘোষ, শ্রীমতী মনিকা দেবী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি যত দিন বেঁচে থাকবে তত দিন শিল্পী শেফালী ঘোষ ও তার সঙ্গীতকর্ম অমর হয়ে থাকবে। হাজার বছরের চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সাহিত্য ও সাংস্কৃতিক যাত্রার সঙ্গীত ও আঞ্চলিক গানগুলো শেফালী ঘোষের কণ্ঠে কালজয়ী হয়েছে। সমগ্র পৃথিবীব্যাপী শেফালী ঘোষের গানের মাধ্যমে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বিশ্বদরবারে নন্দিত হয়েছে। আমাদের সবার উচিত এই গুণী শিল্পীর গানগুলো সংরক্ষণের মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাচর্চা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করা।

 


আরো সংবাদ



premium cement