২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

চবির শিক্ষক মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরীর পিএইচডি লাভ

-

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পিএইচডি লাভ করেছেন। তার গবেষণা কর্মের শিরোনাম ছিল ‘ড. ইউছুফ আল কাদেরী অ্যান্ড হেস কন্টিভিশন টু জুডিসপোডেন্সি’। তার তত্ত্বাবধায়ক ছিলেন চবির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. হাফেজ মুহাম্মদ বদরুদ্দোজা। গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত ৫১৯তম সিন্ডিকেটে তার এ ডিগ্রি অনুমোদিত হয়।
মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী গ্রামের আবদুস শুকুর ও কুলসুম খাতুনের চতুর্থ সন্তান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে ১৯৮৫ সালের বিএ (অনার্স) এবং ১৯৮৬ সালের এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সটাডিজ বিভাগ থেকে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। পেশাগত জীবনে তিনি রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া আলিয়া মাদরাসার প্রধান আদিব পদে এবং ঐতিহ্যবাহী রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। পরে তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সদস্য হিসেবে চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজে প্রভাষক পদে যোগ দেন এবং সহকারী অধ্যাপক হিসেবে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ও চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করেন। ২০০৪ সালের ১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইসলামিক স্টাডিজ পদে যোগ দিয়ে বর্তমানে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন।

 

 


আরো সংবাদ



premium cement

সকল