২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সাদার্ন ভার্সিটিতে বিজয় দিবস উদযাপন

-

নানা আয়োজনে স্বাধীনতার ৪৮তম বিজয় দিবস উদযাপন করেছে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। ১৬ ডিসেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বিজয়ের আলোকে স্বাধীনতার মূল্যায়ন শীর্ষক রচনা প্রতিযোগিতা, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
ইউনিভার্সিটি হল রুমে আয়োজিত আলোচনায় উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মো: নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, প্রোভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, আইকিউএসির পরিচালক ও সাবেক ভিসি প্রফেসর এ জে এম নুরুদ্দীন চৌধুরী, রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক, বিভিন্ন বিভাগের উপদেষ্টা, বিভাগীয় প্রধানরা, শিক্ষকসহ কর্মকর্তারা। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী রেজিস্ট্রার ড. মোহাম্মদ সফিউল্লাহ মীর।

 


আরো সংবাদ



premium cement