২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পোর্ট সিটি ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

-

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৬তম সিন্ডিকেট সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. মো: নুরল আনোয়ার।
এতে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, ভাইস প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান জহির আহম্মদ, ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. এম মজিবুর রহমান, জনাব এহসানুল হক রিজন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, রেজিস্ট্রার ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো: সেলিম হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি ড. রাজীব চক্রবর্তীসহ সিন্ডিকেটের অন্য সদস্যরা।
সভায় তিনটি বিভাগের ৪ জন শিক্ষকের পদোন্নতি, ছয়টি বিভাগের ১৭ জন শিক্ষকের চাকরি স্থায়ীকরণ, চারটি বিভাগের নবনিযুক্ত ৫ জন শিক্ষকের নিয়োগ এবং ২ জন শিক্ষকের শিক্ষা ছুটির অনুমোদন দেয়া হয়। এ ছাড়া ফল-২০১৮ ট্রাইমেস্টারে ১০৯ জন শিক্ষার্থীকে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মেধাভিত্তিক, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, খেলোয়াড় ও অন্যান্য কোটায় ৩৩ লাখ টাকার বৃত্তি সভায় অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য সামার-২০১৮ ট্রাইমেস্টারে ফলাফলের ভিত্তিতে ১৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ১১ লাখ টাকা মেধাবৃত্তি প্রদানের অনুমোদন দেয়া হয়।

 


আরো সংবাদ



premium cement