২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

উৎসবমুখর পরিবেশে সিআইইউর ওপেন ডে

-

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বসন্তকালীন ওপেন ডে যেন পরিণত হলো ভর্তি ইচ্ছুকদের মিলনমেলায়। উৎসবমুখর পরিবেশ আর অভিভাবক-শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠে নগরের জামালখানের বিশ^বিদ্যালয় ক্যাম্পাস।
গত সোমবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিআইইউর ভিসি অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। এই সময় তিনি বলেন, মানসম্মত শিক্ষা জাতির জন্য নিশ্চিত করাই এখন আগামী দিনের বড় চ্যালেঞ্জ। ভালো মানের কোর্স কারিকুলাম, কর্মমুখী সিলেবাস ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নানামুখী উদ্যোগ নিতে হবে।
বিজনেস স্কুলের প্রফেসর ড. নুরুল আবসার নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো: রেজাউল হক খান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের উপদেষ্টা অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, স্কুল অব ল’ এর উপদেষ্টা অধ্যাপক মো: জাকির হোসেন, বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রোবাকা শামশের, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।
অনুষ্ঠান শুরুর আগেই সকাল থেকে দল বেঁধে নগরীর বিভিন্ন খ্যাতনামা কলেজের শিক্ষার্থীরা আসতে শুরু করেন ওপেন ডে’তে। এ সময় তারা প্রতিটি স্কুল বা অনুষদগুলোর স্টলে ভিড় করেন। জেনে নেন পছন্দের সাবজেক্টের ভর্তির আদ্যোপান্ত। কেবল ভর্তি তথ্য নয়, অনুষ্ঠানে আরো ছিল শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়, স্পট এডমিশন, কাব কার্যক্রম, অ্যামেরিকান কর্নার ও পুরো ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার তুলে দেয়াসহ অনেক কিছু।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ও স্কুল অব ল’ প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সব সাবজেক্ট। শিগগিরই বিশ^বিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হচ্ছে।


আরো সংবাদ



premium cement
বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের

সকল