২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জিয়াউল হক মাইজভাণ্ডারি ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে খতনা ক্যাম্প সম্পন্ন

-

দেশের দুস্থ, এতিম, বয়স্ক, বিধবা, বিপন্ন শিশু, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ও সামাজিক নিরাপত্তামূলক বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়নে, অসহায় মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিা, চিকিৎসাসেবা, আপৎকালীন সহায়তা, দারিদ্র্যবিমোচন ও মানবসম্পদ তৈরিতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি ট্রাস্ট। গত ২৬ অক্টোবর মাইজভাণ্ডারি ট্রাস্ট পরিচালিত দারিদ্র্যবিমোচন প্রকল্পের উদ্যোগে মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হারুন ভাণ্ডার দরবার শাখা, হাটহাজারীর ব্যবস্থাপনায় স্থানীয় এলাকার দুস্থ পরিবারের ছেলে সন্তানদের ওষুধসহ খতনা ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গুয়ানমদ্দন ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোহাম্মদ মুজিবুর রহমান এ কথা বলেন। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার প্রধান মুহাদ্দিস আল্লামা হাফেজ সোলাইমান আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ দারিদ্র্যবিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, প্রচার সম্পাদক মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী বিভন, মোহাম্মদ রাহেন উল্লাহ মামুন, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ মানিক, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ লোকমান হাকিম, মোহাম্মদ এরশাদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement