১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাদার্নে কার্যকর দলগঠনবিষয়ক কর্মশালা

-

সাদার্ন ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘কার্যকর দলগঠন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোটারি কাব চট্টগ্রামের সহযোগিতায় সম্প্রতি নগরের শাহীন গল্ফ অ্যান্ড কান্ট্রি কাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অ্যাকাডেমিক কোর্সের অংশ হিসেবে এমবিএ শিক্ষার্থীদের অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বিষয়ে জ্ঞানকে সমৃদ্ধকরণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর কর্মকর্তা ড. কাজী গোলাম ফারুক এবং সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান। অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান ও প্রফেসর হাসিনা জাকারিয়া। প্রফেসর ড. ইসরাত জাহান বলেন, কোনো প্রতিষ্ঠানের সফলতার মূল ভিত্তি হচ্ছে টিমওয়ার্ক। আমরা যদি দলবদ্ধ হয়ে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজ করি তাহলে সফলতা আসবে। কার্যকর দলগঠন ছাড়া কাজের গতিশীলতা আসে না। ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় এমবিএর ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। এতে প্রশিক্ষকরা দলগঠনের বিভিন্ন ইস্যু যেমন দল তৈরির পদ্ধতি ও চর্চা এবং প্রতিষ্ঠানে দলগত কাজের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোচনা করেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


আরো সংবাদ



premium cement