২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

গার্মেন্ট শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৬ হাজার টাকা করার দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের

-

গার্মেন্টস শ্রমিকদের সর্বনি¤œ মজুরি ৮ হাজার টাকা ঘোষণার প্রতিবাদ ও ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী। এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগরী সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের খান, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম মহানগর গার্মেন্ট শ্রমিক সমন্বয় কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা কাজী জাহাঙ্গীর হোসাইন ও সদস্যসচিব আবুল কাশেম আযাদ বলেন, গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণা কোন যুক্তিতে এবং কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে তা নিয়ে আমরা সন্দিহান। এ ঘোষণা দেশের বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। অথচ সরকারি শিল্পকারখানার শ্রমিকদের নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা। ন্যায় ও ইনসাফের দাবি হচ্ছে গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরিও ১৬ হাজার টাকা হবে। শ্রমিক জনতা ও শ্রমিক সংগঠনগুলো দীর্ঘ দিনের প্রাণের দাবিও ছিল তা-ই। কিন্তু সরকার পুঁজিপতি ও কতিপয় লোভী মালিকপরে চাপের কাছে নতি স্বীকার করে শ্রমিকদের পেটে লাথি মারার আয়োজন করেছে। আমরা এই বৈষম্যমূলক মজুরি কাঠামোর ঘোষণা প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা করার জোর দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, বাংলাদেশের জীবননির্বাহ ব্যয়ের সাথে এ মজুরি সঙ্গতিশীল নয়। তাই অবিলম্বে তা প্রত্যাহার করে পুনরায় ন্যায় ও ইনসাফের ভিত্তিতে গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হোক। কমিশনের মাধ্যমে যে মজুরি নির্ধারণ করা হচ্ছে, বার্ষিক ৫ শতাংশ হারে তা বাড়ানোর বিধান রাখা হয়েছে। এ হারকে আমরা ইতিবাচক বিবেচনা করে স্বাগত জানাচ্ছি। কিন্তু নিম্নতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণকে কোনোভাবেই মেনে নেয়া সম্ভব নয়।


আরো সংবাদ



premium cement