২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
চাষী কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মাস্টার হুমায়ুন কবীর

চলমান সঙ্কট নিরসনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই

-

বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাস্টার হুমায়ুন কবীর বলেছেন, বাংলাদেশ একটি উন্নয়ন শীল দেশ। নানা সমস্যায় এ দেশে আজ উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হচ্ছে। চাষিরা চাষাবাদ করতে পারছেন না। ন্যায্য মূল্য না পেয়ে অনেক চাষি চাষাবাদ ছেড়ে দিয়েছেন। তিনি দেশের চলমান সঙ্কট দূর না হলে দেশের অর্থনীতিসহ সার্বিক অবস্থার উন্নতি সম্ভব নয় বলে উল্লেখ করে বলেন, দেশের বর্তমান সঙ্কট থেকে বেরিয়ে আসতে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। সম্প্রতি বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাস্টার হুমায়ুন কবীর এ কথা বলেন। হালিশহরস্থ কার্যালয়ে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডা: মো: ইলিয়াছ, মোহাম্মদ শহীদুল ইসলাম, রেজাউল করীম, মাওলানা হাফেজ মোজাফ্ফর আহমদ, মাওলানা নুরুল আমীন, শাহাব উদ্দিন প্রমুখ। মাস্টার হুমায়ুন কবীর আরো বলেন, চাষী কল্যাণ সমিতি নৈতিকতাসম্পন্ন যোগ্য ও দেশপ্রেমিক মানুষ তৈরি ও চাষিভাইদের নৈতিক শিক্ষায় বলীয়ান করার কাজ করে যাচ্ছে। তিনি এ সমিতির সার্বিক কাজে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

 


আরো সংবাদ



premium cement