২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সাদার্ন ভার্সিটিতে কোয়ালিটেটিভ রিসার্চ মেথডলজি বিষয়ক কর্মশালা

-

উচ্চশিক্ষার গু ণগতমান বৃদ্ধির লক্ষ্যে সাদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ‘কোয়ালিটেটিভ রিসার্চ মেথডলজি ফর হিউম্যানিটিস ডিসিপ্লিন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্টের (হেকেপ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আওতায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে রিসোর্স পারসন ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো: গোলাম ফারুক। ইউনিভার্সিটির কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মো: নুরুল মোস্তফা।এ সময় সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, প্রোভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, আইকিউএসির পরিচালক প্রফেসর এ জে এম নুরুদ্দীন চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান, ইংরেজি বিভাগের প্রধান শাফিন মোহাম্মদ জন ও ইংরেজি বিভাগের শিক্ষকসহ সেল্ফ এসেসমেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ভিসি প্রফেসর ড. মো: নুরুল মোস্তফা বলেন, শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হলে রিসার্চের ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের ও যুগোপযোগীকরণে হেকেপ প্রজেক্ট খুব কার্যকর ভূমিকা পালন করছে। আমরা যদি এ প্রজেক্টকে ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে সাদার্ন ইউনিভার্সিটি আরো এগিয়ে যাবে। কর্মশালার বিষয়বস্তুর আলোকে গবেষণাধর্মী ও তথ্যভিত্তিক বিশদ আলোচনা করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো: গোলাম ফারুক।

 


আরো সংবাদ



premium cement