২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মাতামুহুরী ট্র্যাজেডিতে নিহত ৫ মেধাবী শিার্থীর স্মরণে র‌্যালি ও স্মরণসভা

-

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে সম্প্রতি চকরিয়া গ্রামার স্কুলের পাঁচ মেধাবী শিার্থীর মর্মান্তিক মৃত্যুতে শোকর‌্যালি ও স্মরণসভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। কালো ব্যাজ ধারণ করে শোকর‌্যালিটি স্কুল ক্যাম্পাস থেকে শুরু হয়ে চিরিংগাস্থ চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়ক প্রদণি করে। পরে চকরিয়া গ্রামার স্কুল প্রাঙ্গণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি মৌলভী মো: ইলিয়াছ। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার ওসি মো: বকতিয়ার উদ্দিন চৌধুরী, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম বন্দর কলেজের অধ্য চৌধুরী মোহাম্মদ আব্দুল হালিম। স্মরণসভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক ও নিহত ছাত্র সাঈদ জাওয়াদ অর্ভির বাবা মো: রফিকুল ইসলাম, নিহত ছাত্র ফারহান বিন শওকতের মা হুরে জন্নাত, বিদ্যালয়ের শিক্ষক মো: নুরুল আবচার ও তিন শিার্থী স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। স্মরণসভায় উপস্থিত ছিলেন মাতামুহুরী ট্র্যাজেডিতে নিহত এমশাদ ও মেহেরাবের বাবা আনোয়ার হোছাইন, নিহত ফারহানের বাবা শওকত আলী, নিহত তূর্ণ ভট্টাচার্যের মা ও স্কুলের শিকিা জলি ভট্টাচার্য, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, চুনতি মহিলা কলেজের অধ্য আবু নঈম আজাদ, সনাক চকরিয়া সভাপতি অধ্যাপক এ কে এম শাহাব উদ্দিন, ল্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক এনামুল হক, সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানার প্রতিষ্ঠাতা হাফেজ আমান উল্লাহ প্রমুখ।


আরো সংবাদ



premium cement