২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শোকসভায় আ জ ম নাছির উদ্দীন মরহুম ইসহাক মিয়া নীতির প্রশ্নে কখনো আপস করেননি

-

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মানুষকে ভালোবেসে তাদের সুখে-দুঃখের সাথী হওয়াটাই একজন রাজনীতিকের সঠিক মাপকাঠি। মরহুম ইসহাক মিয়া আমৃত্যু সেই রাজনীতিই করেছেন এবং নীতির প্রশ্নে তিনি কখনো আপস করেননি। তিনি আরো বলেন, ব্যক্তি জীবনে তিনি একজন সফল রাজনীতিক ছিলেন। নিজের জীবনকে দল ও রাজনীতির জন্য নিবেদিত করে গণমানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন।
তিনি গত মঙ্গলবার বিকেলে নগরীর মুসলিম হলে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক গণ পরিষদ সদস্য, সংসদ সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ ইসহাক মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, আজ অনেকেই অর্থবিত্ত বৃদ্ধি ও আধিপত্য বিস্তারের জন্য রাজনীতি করেন। এরা সুস্থ রাজনীতিকে জিম্মি করে ফেলেছেন এবং দল ও সরকারের ভাবমর্যাদা ক্ষুণœ করছেন। তিনি এদের সম্পর্কে দলীয় নেতাকর্মীদের সর্তক করে দেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, নৌকা প্রতীক যে কেউ চাইতে পারেন। তবে শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দেবেন তিনিই দলের সর্বসম্মত প্রার্থী। সভাপতির বক্তৃতায় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ইসহাক মিয়া স্পষ্টভাষী ছিলেন। অকপটে সত্য বলতেন। তিনি একজন বড় মাপের নেতা হয়েও তার মধ্যে কোনো অহমিকা ছিল না। শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বদিউল আলম, এম এ রশীদ, জহুর আহমদ, দিদারুল আলম চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, ছিদ্দিক আলম, সৈয়দ মো: জাকারিয়া, এম এর আজিম, এস এম সোহেল ও মরহুম ইসহাক মিয়ার ছেলে রিজওয়ান আহমেদ।


আরো সংবাদ



premium cement