২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইডিইউতে জেন্ডার অর্থনীতি ও উন্নয়নবিষয়ক সেমিনার

-

বাংলাদেশের উন্নয়নে নারীদের অংশ গ্রহণ বাড়ানো ভীষণ প্রয়োজন। কেননা নারীর উন্নয়ন ও মতায়ন মানেই সাফল্যের চাবিকাঠি। তবে এই জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) আয়োজিত জেন্ডার, ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক দিনব্যাপী সেমিনারে উঠে এসেছে এমনি বক্তব্য। সম্প্রতি নগরীর খুলশীর পূর্ব নাসিরাবাদের নোমান সোসাইটির ইডিইউর স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ইরুডেশন কাব এই সেমিনারের আয়োজন করে। এতে জেন্ডার বিশেষজ্ঞ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজের সহকারী অধ্যাপক অমিয় সৃজন সাম্য বলেন, যেকোনো দেশের উন্নয়নে এখন জেন্ডার বৈষম্য দূর করার বিষয়টি সামনে চলে এসেছে। বাংলাদেশের কর্মক্ষেত্রে ও অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে অনেক বেড়েছে। পোশাকশিল্পে শ্রমিকদের ৮০ শতাংশের বেশি নারী। তিনি আরো বলেন, পরিমাণ ও গুণগত সব দিক থেকেই নারীকে সামনে এগিয়ে যেতে হবে। বর্তমান বিশ্বের টেকসই ব্যবসায়িক ধারণার সঙ্গে প্রযুক্তির ব্যবহার ঘটালে নতুন অর্থনৈতিক পৃথিবী সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে কেবল নারীর অংশগ্রহণই পারে আর্থসামাজিক উন্নয়ন তৈরি করতে। শুভেচ্ছা বক্তব্যে ইডিইউর ভিসি প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান বলেন, পোশাকশিল্পের মতো অর্থনৈতিক অন্য সেক্টরেও জেন্ডার বৈষম্য কমাতে হবে। মেয়েদের দক্ষ জনশক্তিতে নিয়ে যেতে দৃঢ় পদক্ষেপ নেয়া জরুরি। তিনি আরো বলেন, টেকসই উন্নয়নের জন্য নারীর সমতা বাড়ানো দরকার। উদ্যোক্তা হয়ে ইতোমধ্যে তারা পুরো বিশ্বকে পাল্টে দিয়েছে। উন্নয়ন প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ যত বেশি হবে দেশ তত এগিয়ে যাবে। ইডিইউ ইরুডেশন কাবের উপদেষ্টা তাসমিম চৌধুরী বহ্নির সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন অ্যাসিসটেন্ট প্রফেসর এ টি এম মাহমুদুর রহমান, প্রক্টর অনন্যা নন্দী, লেকচারার সাবরিন সারোয়ার প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement