২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সাদার্ন ভার্সিটিতে কনস্ট্রাকশন বিষয়ে কর্মশালা

-

সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং জিওটেক ও স্ট্রাকচারের সহযোগিতায় ফুটিং ও ম্যাট : ডিজাইন ও কনস্ট্রাকশন শীর্ষক কর্মশালা সম্প্রতি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পুরকৌশল বিভাগের উপদেষ্টা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক প্রকৌশলী মো: মোজাম্মেল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান। কর্মশালার মূল আলোচক ও রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের (বুয়েট) শিক্ষক প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। তিনি ফুটিং ও ম্যাট ডিজাইনের ও কনস্ট্রাকশনের ওপর গবেষণালব্ধ বিশেষণধর্মী বিষয়গুলো আলোকপাত করেন। প্রফেসর ড. জাহাঙ্গীর আলম বলেন, বিল্ডিংয়ের ফুটিং ও ম্যাট ডিজাইনের ক্ষেত্রে মাটির প্রকারভেদে সেটেলমেন্টের পরিমাণ কম বেশি হয়। বিল্ডিংয়ের ফুটিংয়ের আকার, অবস্থান ও পারিপার্শ্বিক নির্মাণ পরিবেশের কারণেও সেটেলমেন্ট হতে পারে, যা সঠিকভাবে নিরূপণ করতে না পারলে ভবন ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়ে যায়। তাই একজন ডিজাইনার বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে স্ট্রাকচারাল লোডিং বিহেভিয়ার ও জিওটেনিক্যাল ইনভেস্টিগেশন প্যারামিটার বিহেভিয়ার দু’টি সম্পর্কে স্বচ্ছ ও যথাযথ জ্ঞান থাকতে হবে অর্থাৎ ভবনের লোডিং বিহেভিয়ার ও জিওটেক বিহেভিয়ার দু’টির মধ্যে সমন্বয় করে ভবন ডিজাইন ও নির্মাণ করতে হবে, তবেই ভবনের ঝুঁকির পরিমাণ কমে আসবে, যা দেশের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করবে। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পুরকৌশল বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো: ইফতেখারুল আলম। সমাপনী বক্তব্য দেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. তাসনিমা জান্নাত। দিনব্যাপী আয়োজিত এ কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সাবসিইএএ) সেক্রেটারি প্রকৌশলী মাসুদ বিন বজল। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য

সকল