২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চট্টগ্রামে পথচারীদের মাঝে ছাত্রশিবিরের গাছের চারা বিতরণ

-

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরীতে পথচারীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেছে। গত ১৩ জুলাই সকালে সংগঠনটির কেন্দ্রীয় ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। চট্টগ্রাম নগর উত্তর ছাত্রশিবির এ উপলক্ষে এক আলোচনা সভা করে। এতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি আহমেদ সাদমান সালেহ প্রধান অতিথি ছিলেন। নগর উত্তর সেক্রেটারি আ স ম রায়হানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শিবির নেতা হাসান এলাহী, আমান উল্লাহ, এম কায়সার, মাসুম বিল্লাহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাদমান সালেহ বলেন, প্রিয় জন্মভূমি বাংলাদেশকে মরুকরণের হাত থেকে রক্ষা করতে হলে আমাদেরকে বেশি করে গাছ লাগিয়ে বনায়ন সৃষ্টি করতে হবে। পরিতাপের বিষয় ক্ষমতাসীনেরা বিদ্যুৎ উৎপাদনের কথা বলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের নগ্ন হস্তক্ষেপে বিদ্যুৎ ঘাটতি মেটানোর নামে পরিকল্পিতভাবে প্রাকৃতিক অপার নেয়ামত এ বনকে নস্যাৎ করে দিতে চাইছে। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনযাপনকে দুর্বিষহ করে তোলার পাঁয়তারা করছে, যা দেশ ও দশের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়।


আরো সংবাদ



premium cement