২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইডিইউর অর্থনীতি বিভাগের ঈদ পুনর্মিলনী

-

বন্ধু তোমায়/এ গান শোনাবো/বিকেল বেলায়/আর একবার/যদি তোমাদের দলে/নাও খেলায়-গান, আড্ডাবাজি আর কথামালায় চমৎকার একটি দিন কেটে গেল চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউর) অর্থনীতি বিভাগের শিক ও শিার্থীদের। আয়োজনটা ছিল ঈদ পুনর্মিলনী। তাই সকাল থেকেই সাজসাজ রব বিরাজ করছিল পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা সবুজ ক্যাম্পাসে। ছেলেরা ছিলেন নানা রঙের পাঞ্জাবিতে। আর মেয়েরা কারুকাজ করা শাড়িতে। বাদ যাননি তাদের শিকেরাও। সবার অংশগ্রহণে পুরো আয়োজনটা হয়ে উঠে প্রাণবন্ত। সম্প্রতি নগরীর খুলশীর পূর্ব নাসিরাবাদের নোমান সোসাইটির ইডিইউর স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান বলেন, পুনর্মিলনীর মতো আয়োজন বন্ধুতে-বন্ধুতে কিংবা ছাত্র-শিকদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি করে।
তিনি বলেন, সম্ভাবনার স্বপ্নে প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে মানুষের ভাগ্য। পরিবর্তন আসছে রাষ্ট্রের কাঠামোতে। নিত্যনতুন সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে দেশ। ইডিইউর অর্থনীতি বিভাগের শিার্থীরা ভবিষ্যৎ দিনগুলোতে উন্নয়নের ধারা তৈরি করবেন এমনটা প্রত্যাশা আমার। ইডিইউর অর্থনীতি বিভাগের কর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অনন্যা নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর সামস উদ দোহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন, ইডিইউর অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির, অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, অর্থনীতি বিভাগের লেকচারার তাসমিম চৌধুরী বহ্নি, ইংরেজি বিভাগের লেকচারার সাবরিন সারোয়ার প্রমুখ। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অর্থনীতি বিভাগের কৃতী শিার্থী আসাদুল হকের পরিচালনায় এতে গান, নাটিকা ও গেইম শোতে অংশ নেন শিক-শিার্থীরা। তানজিনা তাবাস্সুম ও জন শোভন দাশের প্রাণবন্ত উপস্থাপন হলভর্তি দর্শকদের নজর কাড়ে। কর্তৃপ জানান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অধীনে ২০১৬ সালের অক্টোবরে ইডিইউতে অর্থনীতি বিভাগের যাত্রা শুরু হয়। এই বিষয়ে ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, প্রত্য কিংবা পরোভাবে যে বিষয়টি দ্বারা গ্লোবাল লিডারশিপ ও বৈশ্বিক রাজনীতি পরিচালিত হয়ে আসছে তা হলো অর্থনীতি। তিনি আরো বলেন, অর্থনীতির শিার্থীদের অধিকতর বিশ্লেষণী মতার অধিকারী হতে হয়।


আরো সংবাদ



premium cement