২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আগামী জাতীয় নির্বাচনে আ’লীগকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : চসিক মেয়র

-

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দারিদ্র্যের হার আগামী পাঁচ বছরে শূন্যের কোঠায় নেমে আসবে। এ লক্ষ্যে তিনি আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গত সোমবার বিকেলে মুসলিম ইনস্টিটিউট হলে বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ চট্টগ্রাম জেলা আয়োজিত নতুন কমিটির পরিচিতি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী বাস্তুহারা লীগ সভাপতি আবদুল নবী লেদুর সভাপতিত্বে সভায় আওয়ামী বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, আওয়ামী বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাইল হোসেন প্রধান, মুক্তিযোদ্ধা মো: ইসহাক, এস এম বাবুল আকতার, শারমিন ওবায়েদ লিপি, মো: হারুন রশিদ, মো: ফারুক, বেলাল আহমেদ, মোরশেদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন ডা: সৈয়দ মো: মোজাম্মেল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, দারিদ্র্যের হার কমাতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। একটি বাড়ি একটি খামার ও গুচ্ছ গ্রাম প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রতিটি মানুষের আবাসনের নিশ্চয়তায় কাজ করে যাচ্ছে। গরিব মেধাবী কোটা চালুর মাধ্যমে নি¤œবিত্তের মেধাবী সন্তানের উচ্চশিক্ষা নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে দেশে দারিদ্র্যের হার মাত্র ২২ শতাংশ। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দারিদ্র্যের হার আগামী পাঁচ বছরে শূন্যের কোঠায় নেমে আসবে।


আরো সংবাদ



premium cement