২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
সাদার্ন ইউনিভার্সিটিতে সেমিনারে বক্তারা

দেশে হৃদরোগের কারণে মৃত্যুর হার বাড়ছে

-

মাসিক দখিনা ও সাদার্ন ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের যৌথ উদ্যোগে এবং ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেডের সহযোগিতায় ‘হৃদরোগ সচেতনতা, চিকিৎসা : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক সেমিনার গত মঙ্গলবার ইউনিভার্সিটির মেহেদীবাগ ক্যাম্পাসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এএফসি হেলথ ফর্টিস হার্ট ইনিস্টিটিউট, চট্টগ্রামের চিফ কনসালট্যান্ট ও পরিচালক ডা: এ এম শফিক। তিনি বলেন, দেশে হৃদরোগের কারণে মৃত্যুর হার বাড়ছে। মানুষের অসচেতনতা ও অনিয়ন্ত্রিত জীবনযাপনে তা আরো বিস্তার লাভ করছে। নিয়মিত হাঁটা, ব্যায়াম, উচ্চ রক্তচাপ ও ডায়েবেটিস নিয়ন্ত্রণসহ খাদ্য গ্রহণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলেই এ রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো: নুরুল মোস্তফা। উপস্থিত ছিলেনÑ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ এ এস এম মোস্তাক আহমেদ, সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেডের উপদেষ্টা দোলন ঘোষ দস্তিদার, কার্ডিয়াক সার্জন ডা: সরওয়ার কামাল, প্রফেসর ড. শরীফুজ্জামান, সাদার্ন ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী, ইন্টারভেনশনাল কনসালট্যান্ট কার্ডিওলোজিস্ট ডা: মো: আখতার হোসাইন, মাসিক দখিনার ব্যবস্থাপনা সম্পাদক মুশফিক হোসাইন প্রমুখ। মূল প্রবন্ধে ডা: এ এম শফিক বলেন, বাতজ্বরজনিত হৃদরোগের হার হ্রাস পেলেও জন্মগত, হৃৎপিণ্ডের নিজস্ব রক্ত সরবরাহের ঘাটতি এবং অনিয়মিত হৃদস্পন্দনজনিত হৃদরোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। তা প্রতিরোধে তেলচর্বিমুক্ত খাদ্যাভ্যাস, কর্মময় জীবনাচরণ এবং চাপমুক্ত ইতিবাচক মানসিকতার ওপর গুরুত্ব দিতে হবে। সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান বলেন, দেশের চিকিৎসাসেবার প্রতি মানুষের আস্থা অর্জনে সব চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জনপ্রতিনিধি ও সরকারের উচ্চ মহল। যদি তারা নিজেদের চিকিৎসা দেশে করেন তবে সাধারণ মানুষের মনেও আস্থা তৈরি হবে। এতে চিকিৎসাসেবার মানোন্œয়ন নিশ্চিত হবে।


আরো সংবাদ



premium cement