২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে এক হাজার হজযাত্রীর প্রশিণ কর্মশালা সম্পন্ন

-

পবিত্র হজে গমনেচ্ছুদের প্রশিণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গত ২৪ জুন সকালে ও বিকেলে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে চট্টগ্রাম জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুইটি ব্যাচে ১৪টি এজেন্সির ১ হাজার হাজীকে হজ সংক্রান্ত প্রশিণ দেয়া হয়েছে। আগামী ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন দুইটি ব্যাচে চট্টগ্রাম জেলার সরকারি ও বেসরকারি ৮ হাজার ৮১৫ জন হাজীর প্রশিণ চলবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীর পরিচালক আবুল হায়াত মুহাম্মদ তারেক। উদ্বোধক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাবিবুর রহমান। ধর্মীয় বিধিবিধানের ওপর প্রশিণ পরিচালনা করেন, জমিয়াতুল ফালাহ্ মসজিদের খতিব মাওলানা কারী সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ আকতার হোসেন, হাবের কার্যনির্বাহী সদস্য এ এইচ এম মঈনুদ্দীন চৌধুরী হালিম, আঞ্জুমানে খাদেমুল হজ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মীর ফজলে আকবর শাহাজাহান। প্রশাসনিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান, চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও হজবিষয়ক প্রশিণের প্রধান সমন্বয়কারী আব্দুস সামাদ শিকদার। ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জমিয়তুল ফালাহ্ মসজিদ ও কমপ্লেক্সের প্রকল্প পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার প্রমুখ।

 

 


আরো সংবাদ



premium cement