১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কাশেম নূর ফাউন্ডেশনের অনুদান হস্তান্তর অনুষ্ঠানে জিয়াউদ্দিন বাবলু এমপি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর

-

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমদ বাবলু বলেছেন, সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ল্েয প্রতিটি উপজেলা ও জেলায় হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি কিনিকসহ পর্যাপ্ত পরিমাণ চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার কাজ করে যাচ্ছে। গত রোববার বেলা ১টায় চট্টগ্রাম জেলার রাউজান কদলপুর কাশেম নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী সিআইপির সভাপতিত্বে অনুদান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়া উদ্দিন আহমদ এমপি উপরিউক্ত কথা বলেন।
তিনি বলেন, কাশেম নূর ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট হাসপাতালের অত্যাধুনিক হাসপাতাল ভবনের জন্য ১ কোটি টাকা অনুদান দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কাশেম নূর ফাউন্ডেশনের অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। অনুদান হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, বিএমএ’র সাবেক সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার সভাপতি ডা: মোহাম্মদ শফিউল আজম। উপস্থিত ছিলেন চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন, চান্দগাঁও আবাসিক কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন চৌধুরী, কাশেম নূর ফাউন্ডেশনের পরিচালক হানিফ মাহমুদ চৌধুরী, আসিক আহমদ চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ আলী প্রমুখ। বিশেষ অতিথি মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, গ্রামীণ জনপদের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। গ্রামগঞ্জ উন্নয়নে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে। কাশেম নূর ফাউন্ডেশন যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা বর্তমান সমাজে বিরল। তিনি কাশেম নূর ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। রেড ক্রিসেন্টের পে অনুদান গ্রহণ করেন বিশিষ্ট চিকিৎসক ক্রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার সভাপতি ডা: মো: শফিউল আজম।


আরো সংবাদ



premium cement