২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ছোট এই দুই শিশুর বাবাকে কি বাঁচানো যাবে না?

-

স্বেচ্ছায় যিনি অসুস্থ মানুষের জন্য রক্ত দান করতে গড়ে তুলেছেন ‘স্বেচ্ছা রক্তদাতা সংগঠন’। ছাত্র জীবন থেকে জরুরি মুহূর্তে যিনি মানুষকে দান করেছেন রক্ত। এলাকার মানুষদের জ্ঞানের আলোয় আলোকিত করতে যিনি ছুটেছেন ছাত্রদের কাছে। সেই আজিজুল হক ওরফে মিঠু স্যার আজ জীবন মরণের সন্ধিণে। তার দু’টি কিডনি নষ্ট হয়ে গেছে। সারাজীবন যিনি মানুষকে রক্ত দিয়ে গেছেন তাকে বাঁচাতে আজ প্রচুর টাকার প্রয়োজন। চিকিৎসকেরা জানিয়েছেন, অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে না পারলে তার বাঁচার আশা ীণ। দু’টি কিডনি প্রতিস্থাপন করতে প্রয়োজন ৪০ লাখ টাকা। সামান্য চাকরিজীবী মিঠুর পে এই বিশাল ব্যয়ভার বহন করা অসম্ভব। মিঠুর ছোট ছোট দু’টি ছেলে তাদের বাবাকে বাঁচাতে হাত পেতেছেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে। আমার-আপনার সহযোগিতা পেলে ছোট শিশু দু’টির বাবা বাঁচবে। তারা চায়-আপনাদের ভালোবাসা, সহমর্মিতা। সাহায্য পাঠানোর ঠিকানা : আজিজুল ইসলাম মিঠু, আহমিনা খাতুন এ/সি নং- ০৫০৩৩৪০২০১১০১৭০৮, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হালিশহর শাখা, সুইফট কোড- ওইইখউউঐ১০২।


আরো সংবাদ



premium cement