২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আইইবির ইফতার মাহফিলে ফজলে করিম এমপি রমজান মানুষকে সংযমী হওয়ার শিা দেয়

-

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রমজান মানুষকে সংযম, সততা, ত্যাগ ও মানবিকতা শিা দেয়। মাসব্যাপী রোজা রাখা এবং রোজার বিধান মেনে চলার মধ্য দিয়ে মানুষ পরিপূর্ণতা লাভ করতে পারে। রমজানের শিা নিয়ে মানুষ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি েেত্র নিজেদের চালিত করলে সমাজ থেকে দুর্নীতি, অন্যায়, অবিচারসহ সব মন্দ কাজের অবসান ঘটবে। তিনি গত ৩ জুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (অ্যাকা. অ্যান্ড এইচআরডি) প্রকৌশলী প্রবীর কুমার সেন ও ভাইস চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. অ্যান্ড এসডব্লিøউ) প্রকৌশলী প্রবীর কুমার দে। এ ছাড়া রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন গরীব উল্লাহ শাহ মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান। প্রধান অতিথি বলেন, রমজানের সংযমশীল আচরণ রমজান পরবর্তী সময়ে ধরে রাখার মধ্য দিয়ে রমজানের প্রকৃত শিার ঝাণ্ডা তুলে ধরতে হবে।

 


আরো সংবাদ



premium cement