২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পোর্ট সিটি ভার্সিটির বোর্ড অব ট্রাস্টের সভা অনুষ্ঠিত

-

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৮তম বোর্ড অব ট্রাস্টের সভা ইউনিভার্সিটির সভাকে গত ২ জুন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ কে এম এনামুল হক শামীম। সভায় ১৩ ও ১৪তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তগুলো অনুমোদন দেয়া হয়। সভার শুরুতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও চেয়্যারম্যান এ কে এম এনামুল হক শামীমের মা বেগম আশরাফুন্নেসার মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির নাম সদ্য মৃত্যুবরণকারী ট্রাস্টি বোর্ডের সদস্য বেগম আশরাফুন্নেসা নামে ‘রতœাগর্ভা বেগম আশরাফুন্নেসা লাইব্রেরি’ নামকরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ভাইস প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান জহির আহম্মদ, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য তাহমিনা খাতুন, ঈপ্সিতা আশরাফী হক, প্রফেসর ড. এম মজিবুর রহমান, ড. নিজামুল হক ভূঁইয়া, ভিসি প্রফেসর ড. মো: নূরল আনোয়ার, রেজিস্ট্রার ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো: সেলিম হোসেন প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement