২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

দলীয় নেত্রীর মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত চত্বরে খালেদা জিয়া মুক্তিমঞ্চের সমাবেশ

-

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ। সম্প্রতি চট্টগ্রাম কোর্ট হিল সিএমএম আদালত ভবন চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সরকার অগণতান্ত্রিক পন্থায় আরেকটি নির্বাচন মঞ্চস্থ করলে এ দেশের জনগণ তা যেকোনো মূল্যে প্রতিহত করবে। বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী। অ্যাডভোকেট তৌহিদ হোসেন সিকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট তারিক আহম্মেদ, অ্যাডভোকেট রফিক আহমেদ, অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট মো: রফিকুল হক, অ্যাডভোকেট শাহাব উদ্দিন কুতুবী, অ্যাডভোকেট ফেরদৌস মোর্শেদ খান, অ্যাডভোকেট আবু নাসের বিন হাশেম, অ্যাডভোকেট লোকমান শাহ্, অ্যাডভোকেট সঞ্জিত দাশ, এমদাদুল ইসলাম রুবেল, মো: ইয়াসিন আরাফাত, সাঈদ উল্লাহ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন, বানোয়াট মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে জাতীয় নির্বাচন থেকে তাকে বিরত রাখার চেষ্টা করছে। খালেদা জিয়াকে বাদ দিয়ে স্বৈরাচারী সরকার ৫ জানুয়ারির মতো অগণতান্ত্রিক পন্থায় আরেকটি নির্বাচন মঞ্চস্থ করলে এদেশের জনগণ তা যেকোনো মূল্যে প্রতিহত করবে।


আরো সংবাদ



premium cement

সকল