২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বেপরোয়া শ্রমিকদের কারণেই এই বিশৃঙ্খলা

-

পরিবহন শ্রমিকদের বেপরোয়া মনোভাবের কারণেই গণপরিবহনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ কারণেই ছাত্রদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। নিরাপদ সড়ক চাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি আরো বলেন, রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা আনতে ডিএসসিসির সমন্বয় সভাগুলোয় বেশি গুরুত্ব দেয়া হয়েছে। সে অনুযায়ী ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নিয়ে একাধিকবার লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। কিন্তু যখনই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়, ওই দিন তারা গাড়ি নিয়ে রাস্তায় বের হন না। অন্য দিকে জনবল সঙ্কটের কারণে প্রতিদিন অভিযান চালানোও সম্ভব হয় না। ফলে গণপরিবহন শৃঙ্খলায় কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারি না।
গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ছয়টি কোম্পানির মাধ্যমে চার হাজার বাস নামানোর উদ্যোগ নিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মরহুম মেয়র আনিসুল হক। সে কথা স্মরণ করে সাঈদ খোকন বলেন, আনিসুল হকের মৃত্যুর পর এই উদ্যোগ আটকে রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গণপরিবহন শৃঙ্খলায় আসবে। এ ছাড়া মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন হলে জনগণের ভোগান্তি থাকবে না।


আরো সংবাদ



premium cement